জাবিতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার
০৩ ফেব্রয়ারি ২০২৪, রাত আনুমানিক সাড়ে ৯টা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মীর মশাররফ হোসেন হলের এ ব্লকের ৩১৭ নম্বর কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে ঘটনার দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের হল কর্তৃপক্ষের সহায়তায় আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনার সাথে জড়িত ০৪ জনকে আটক করে। এ ঘটনায় পর দিন ভিকটিমের স্বামী বাদী হয়ে ঢাকার আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা হবার পর র্যাব আসামীদের ধরতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে, পরে গণধর্ষণের মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ মামুনকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে এবং ধর্ষণের অন্যতম সহায়তাকারী মুরাদকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে এসব কথা বলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন ।
র্যাব জানায় গণধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানবন্ধবন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
গ্রেফতারকৃত মুরাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।