ইনস্টায় আমির খান জানিয়েছেন, তার কয়েক জন কর্মচারী করোনায় আক্রান্ত। খবর পাওয়ার পর যদিও বিএমসি বা বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন অতি দ্রুত পদক্ষেপ করেছে। ইতিমধ্যেই কোয়রান্টিনে পাঠানো হয়েছে সবাইকে। চিকিৎসাও শুরু হয়ে গিয়েছে।
আমির খান জানিয়েছেন, নিয়ম অনুযায়ী তার পরিবারেরও কোভিড টেস্ট করা হয়েছে। সবার ফলাফল নেগেটিভ। টেস্ট বাকি তার মায়ের।
সোশ্যালে আমিরের লেখাতেও যেন ভয় বাসা বেঁধেছে, মাকে এ বার পরীক্ষা করাতে নিয়ে যাচ্ছি। সবার মতো মা’র রেজাল্টও যাতে নেগেটিভ আসে, আপনারা সেই প্রার্থনা করবেন।
বিপদের খবর দেওয়ার পাশাপাশি, আমির ধন্যবাদ জানাতে ভোলেননি বিএমসি-কে। তার কথায়, যে ভাবে অতি দ্রুত সব কিছু সামলাচ্ছেন কর্তৃপক্ষ তা সত্যিই প্রশংসনীয়।
ধন্যবাদ জানিয়েছেন, কোকিলাবেন হাসপাতালের চিকিৎসক, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষকেও। অভিনেতার কথায়, সবাই ভীষণ যত্ন নিয়ে তার পরিবারের টেস্ট করেছেন।
আগামী ১৫ জুলাই থেকে শুট শুরু হওয়ার কথা ছিল আমির খানের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র। আচমকা এই অঘটনে শুটিংয়ের নির্দিষ্ট তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই দেখা দিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।