ঢাকাMonday , 9 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি ও বানির্জ্য
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. গ্রাম বাংলা
  9. চাকরী
  10. জাতীয়
  11. দূর্ঘটনা
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. ফটো গ্যালারী

আমার ছেলে ডাক্তার, আদালতকে কামরুল ইসলাম

dainikdinerpordin
December 9, 2024 1:20 pm
Link Copied!

আমার ছেলে ডাক্তার, আদালতকে কামরুল ইসলাম…
ঢাকার সময় ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের সাবেক উপ-কমিশনার মশিউর রহমান এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে আসামিদের আদালতে হাজির করে রাজধানীর পৃথক থানার পাঁচ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাদের গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

রাজধানীর কামরাঙ্গীরচর থানার পৃথক দুই হত্যাচেষ্টার মামলায় কামরুল ইসলামকে, মতিঝিল থানার মামলায় রাশেদ খান মেননকে, চকবাজার থানার মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও মশিউর রহমানকে এবং উত্তরা পশ্চিম থানার মামলায় আসাদুজ্জামান কিরণকে গ্রেপ্তার দেখানো হয়।

শুনানিকালে অ্যাডভোকেট কামরুল ইসলামের আইনজীবী জামিন বিষয়ে শুনানি করতে চান। তখন আদালত বলেন, “জামিন শুনানি আমলি আদালতে করবেন।” এ সময় কামরুল ইসলাম তার আইনজীবীকে বলেন, “জামিনের দরখাস্ত দিয়ে লাভ নেই৷”

এরপর আবার কামরুল ইসলামের আইনজীবী আদালতকে বলেন, “আমাদের আরেকটা দরখাস্ত আছে। কামরুল ইসলাম তার ছেলের সাথে দেখা করতে চান। আপনি যদি একটু অনুমতি দেন।”

তখন আদালতকে কামরুল ইসলাম বলেন, “আমার ছেলে ডাক্তার। তার সাথে দেখা করা প্রয়োজন।”

শুনানি শেষে আদালত কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং ছেলের সঙ্গে দেখা করার বিষয়ে পরে আদেশ দেবেন বলেন জানান।

ঢাকার সময়

আদালত আইনজীবী

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।