ঢাকাSunday , 8 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি ও বানির্জ্য
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. গ্রাম বাংলা
  9. চাকরী
  10. জাতীয়
  11. দূর্ঘটনা
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. ফটো গ্যালারী

ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির পদযাত্রা আটকে দিলো পুলিশ, স্মারকলিপি দিতে যাচ্ছে প্রতিনিধিদল

dainikdinerpordin
December 8, 2024 1:42 pm
Link Copied!

ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির পদযাত্রা আটকে দিলো পুলিশ, স্মারকলিপি দিতে যাচ্ছে প্রতিনিধিদল
স্টাফ রিপোর্টার
(১৬ মিনিট আগে) ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১:১৯ অপরাহ্ন

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় দেশটির দূতাবাস অভিমুখে বিএনপির ৩ সংগঠনের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। রোববার দুপুরে রাজধানীর রামপুরা ব্রিজের কাছে পদযাত্রা আটকে দেয়া হয়। সেখান থেকে তিন সংগঠনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে গাড়িতে করে ভারতীয় দূতাবাসের উদ্দেশে যাত্রা করেছেন।

পুলিশ পদযাত্রার আটকে দিলে রামপুরা ব্রিজের কাছে দলের নেতাকর্মীরা বসে পড়েন। সেখানে তারা ভারতবিরোধী নানা স্লোগান দিতে থাকেন।

এর আগে সকাল ১১টা ২৫ মিনিটে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিকে কেন্দ্র করে এদিন সকাল সাড়ে ৯টা থেকে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। সংগঠন তিনটির নেতাকর্মীদের মাথায় জাতীয় পতাকা বেঁধে, হাতে ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নিতে গেছে।

ওদিকে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদ পদযাত্রা কর্মসূচি ঘিরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদেরও দেখা গেছে।

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এছাড়া কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ সংগঠন তিনটির হাজার হাজার নেতাকর্মী উপস্থিত রয়েছেন।

মন্তব্য করুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।