নিজেস্ব প্রতিবেদক।।
আজ ১৯ (শনিবার) ২০২৫ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা চালকদলের আঞ্চলিক কার্যালয়ে জনাব, শওকত আলী, আহ্বায়ক ও মনোয়ার হোসেন মন্নান, সদস্য সচিব এর উপস্থিতি ও তাদের স্বাক্ষরিত ১৭ (সতের) সদস্য বিশিষ্ট খাককান্দা ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। উক্ত অনুষ্ঠানে দলের নেতাকর্মী, সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলো।
খাককান্দা ইউনিয়নে আহ্বায়ক কমিটি অনুমোদনের মাধ্যমে চালকদলের প্রাথমিক কার্যক্রম শুরু করা হলো।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা চালকদলের বিভিন্ন কার্যক্রমের তথ্য, পরিচালনা বিষয়ক পরামর্শ এবং দিক নির্দেশনা প্রদান করেন।
অনুমোদনকৃত ১৭ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা:
০১| মোঃ দিলু মিয়া, আহবায়ক, ০২| মোঃ জাইদুল ইসলাম, সিনিঃ যুগ্ম আহবায়ক,, ০৩| মোঃ ওমর ফারুক, যুগ্ম আহবায়ক, ০৪| মোঃ জুলহাস, যুগ্ম আহবায়ক, ০৫| মোঃ সাইদুল হাওলাদার, যুগ্ম আহবায়ক, ০৬| মোঃ জহিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক, ০৭| মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক, ০৮| মোঃ হোসেন, যুগ্ম আহবায়ক, ০৯| মোঃ নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক, ১০| মোঃ মতি মিয়া, যুগ্ম আহবায়ক, ১১| মোঃ শরিফুল ইসলাম, সদস্য সচিব, ১২| মোঃ শহিদুল্লাহ, সদস্য, ১৩| মোঃ নবী হোসেন, সদস্য, ১৪| মোঃ আবুল কাশেম, সদস্য, ১৫| মোঃ সাব্বির আহম্মেদ ফাহিম, সদস্য, ১৬|মোঃ জালাল মিয়া, সদস্য, ১৭| মোঃ স্বপন, সদস্য প্রমুখ।