কেরানীগঞ্জে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
শামীম আহম্মেদ কেরাণীগঞ্জ
জুলাই ১৫, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ
ফ+
ফ-
ফ
ঢাকার কেরাণীগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ ০৪ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০।
উদ্ধার কৃত মাদকের মূল্য প্রায় এক কোটি এগারো লক্ষ একুশ হাজার টাকা। আটককৃতরা হচ্ছে, জ্যোতি খাতুন (২৫), রানা বেগ (৩৫), মোঃ সোহেল মোল্লা (৩৩) ও শান্তা ইসলাম (২৫)।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকার কেরাণীগঞ্জে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের কার্যালয় এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১০, সিপিসি-২ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোরে মুন্সীগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কক্সবাজার হতে নিউ বলেশ্বর নামক এসি বাসে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে কেরানীগঞ্জ থেকে মাওয়ার দিকে আসছে।
সংবাদটি প্রাপ্ত হয়ে উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজার ঢাকা-মাওয়া মহাসড়কের উপর বর্ণিত বাসটি থামিয়ে অভিযান পরিচলনা করে আনুমানিক এক কোটি এগারো লক্ষ একুশ হাজার টাকা মূল্যমানের সাঁইত্রিশ হাজার সত্তর পিস ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে হয়।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, গ্রেফতার আসামীরা যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অভিনব কায়দায় সরবরাহ করত।
আসামীগণের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ৬টি মোবাইল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
নিউজটি শেয়ার করুন