স্টাফ রিপোর্টার://
আজ ১২ (শনিবার) বিকাল ৪ ঘটিকার সময় ২৩ সদস্য বিশিষ্ট চালক দলের কমিটি অনুমোদিত হলো।
উক্ত কমিটিটি রাজু আহম্মেদ (রাজিম), আহবায়ক, নারায়ণগঞ্জ জেলা চালক দল, নজরুল হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক, নারায়ণগঞ্জ জেলা চালক দল ও জুয়েল ইসলাম নয়ন, সদস্য সচিব, নারায়ণগঞ্জ জেলা চালক দল স্বাক্ষরিত।
নারায়ণগঞ্জ চাষারা জেলা চালক দল অফিসে সকল নেত্বিবৃন্দনের সাথে নিয়ে উক্ত কমিটি অনুমোদন ও কার্যক্রমের সূচনা করেন। এছাড়াও অত্র এলাকার বিভিন্ন নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কমিটিতে যারা আছেন তাদের তালিকা:
০১ মোঃ সওকত আলী, আহবায়ক, ০২ মোঃ কবির হোসেন, সিনিঃ যুগ্ম আহবায়ক, ০৩ মোঃ সিদ্দিক,যুগ্ম আহবায়ক, ০৪ মোঃ সোহেল হোসেন যুগ্ম আহবায়ক, ০৫ মোঃ মোমেন, যুগ্ম আহবায়ক, ০৬ মোঃ মামুন হাসান, যুগ্ম আহবায়ক, ০৭ মোঃ কামাল হোসেন যুগ্ম আহবায়ক, ০৮ মোঃ ফয়সাল আহাম্মেদ জুয়েল, যুগ্ম আহবায়ক, ০৯ মোঃ সিদ্দিকুর রহমান, যুগ্ম আহবায়ক, ১০ মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক, ১১ মোঃ মনোয়ার হোসেন মান্নান, সদস্য সচিব, ১২ মোঃ মনির হোসেন, সদস্য, ১৩ মোঃ আলমগীর, সদস্য, ১৪ মোঃ ইয়াসুছ, সদস্য, ১৫মোঃ মোবারক, সদস্য, ১৮ মোঃ নজরুল, সদস্য, ১৯ মোঃ শাহ পরান, সদস্য, ২০ মোঃ রাহাত মিয়া, সদস্য, ২১ মোঃ শাখাওয়াত, সদস্য, ২২ মোঃ জিলানী, সদস্য, ২৩ মোঃ রাসেল, সদস্য।