ঢাকাFriday , 27 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ও বানির্জ্য
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. গ্রাম বাংলা
  9. চাকরী
  10. জাতীয়
  11. দূর্ঘটনা
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. ফটো গ্যালারী
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির ৬ ডিসি বদলি

dainikdinerpordin
June 27, 2025 4:42 pm
Link Copied!

ডিএমপির ৬ ডিসি বদলি.

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ছয়জন কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির ডিসি এন এম নাসিরউদ্দিনকে ডিবির ওয়ারী বিভাগের ডিসি হিসেবে, এবং ডিসি খন্দকার ফজলে রাব্বিকে ডিবির মতিঝিল বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, গুলশান বিভাগের ডিসি মো. তারেক মাহমুদকে ডিএমপির ক্রাইম বিভাগের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামীকে গুলশান বিভাগের ডিসি এবং ডিএমপির ক্রাইম বিভাগের ডিসি মো. মনিরুল ইসলামকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, ডিবির উত্তরা বিভাগের এডিসি মির্জা তারেক আহমেদ বেগকে একই বিভাগের ভারপ্রাপ্ত ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এই রদবদলের ফলে সংশ্লিষ্ট বিভাগগুলোর কার্যক্রমে গতিশীলতা আসবে বলে আশা করছে ডিএমপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।