গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোশারফ হোসেন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর সবুজবাগের বাসা থেকে পিকআপযোগে বাসার মালপত্র নিয়ে টাঙ্গাইল যাচ্ছিলেন পুলিশ সদস্য মোশারফ (কং নং ১৯৪৬)। পথিমধ্যে পিকআপটি গাজীপুরা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে ৪-৫ জন ছিনতাইকারী পাথর ছুঁড়ে পিকআপের গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা পুলিশ সদস্য মোশাররফের পায়ের বামপাশে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। আহত পুলিশ কনস্টেবল মোশারফ সম্প্রতি ঢাকার সবুজবাগ থানা থেকে টাঙ্গাইলের ধনবাড়ী থানায় বদলি হয়েছেন। এ কারণে বাসার মালপত্র নিয়ে তিনি ঢাকা থেকে টাঙ্গাইলের ধনবাড়ী থানায় তার নতুন কর্মস্থলে যাচ্ছিলেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।