ঢাকাThursday , 2 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ও বানির্জ্য
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. গ্রাম বাংলা
  9. চাকরী
  10. জাতীয়
  11. দূর্ঘটনা
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. ফটো গ্যালারী

ছিনতাইকারীদের হামলায় পুলিশ সদস্য আহত

dainikdinerpordin
January 2, 2025 4:30 pm
Link Copied!

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোশারফ হোসেন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর সবুজবাগের বাসা থেকে পিকআপযোগে বাসার মালপত্র নিয়ে টাঙ্গাইল যাচ্ছিলেন পুলিশ সদস্য মোশারফ (কং নং ১৯৪৬)। পথিমধ্যে পিকআপটি গাজীপুরা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে ৪-৫ জন ছিনতাইকারী পাথর ছুঁড়ে পিকআপের গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা পুলিশ সদস্য মোশাররফের পায়ের বামপাশে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। আহত পুলিশ কনস্টেবল মোশারফ সম্প্রতি ঢাকার সবুজবাগ থানা থেকে টাঙ্গাইলের ধনবাড়ী থানায় বদলি হয়েছেন। এ কারণে বাসার মালপত্র নিয়ে তিনি ঢাকা থেকে টাঙ্গাইলের ধনবাড়ী থানায় তার নতুন কর্মস্থলে যাচ্ছিলেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।