বেগমগঞ্জে গৃহবধূকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪,
নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুরে গৃহবধূ শাহনাজ বেগম পিংকিকে ছুরিঘাকাতে হত্যা মামলার প্রধান আসামি খালেদ সাইফুল্যাহ কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ দল তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদীর নলুয়া জামে মসজিদে তাবলীগ জামায়াত সম্পন্নের শেষ পর্যায়ে অপর মসজিদে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত খালেদ সাইফুল্যাহ খালেদ সাইফুল্ল্যাহ (২৮), বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার নয় নং ওয়ার্ডের চিরনভূইয়ার নতুন বাড়ী আব্দুল কাইয়ুম লিটনের ছেলে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, গত ১৭ ডিসেম্বর কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী ও দুই সন্তানের জননী শাহনাজ আক্তার পিংকি(৩০) তার শ্বশুর রেজাউল হক (৮০) এর সাথে অটোরিক্সা যোগে শ্বশুর বাড়ী থেকে নিজ বাপের বাড়ি যাওয়ার পথে আসামী খালেদ সাইফুল্ল্যাহ (২৮), পিতা-আব্দুল কাইয়ুম লিটন, সাং-পৌর হাজীপুর (চিরনভূইয়ার নতুন বাড়ী), ৯নং ওয়ার্ড, চৌমুহনী পৌরসভা, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী পূর্ব বিরোধের জের ধরে শাহনাজ আক্তার পিংকি কে ধারালো অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। উক্ত সময় তার সাথে থাকা শ্বশুর ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে আহত করে। পরে গৃহবধুকে পিংকিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় নিহত গৃহবধুর বাবা বেলায়েত হোসেন মামলা করার পর থেকে আসামী খালেদ সাইফুল্যাহ পালিয়ে যায়। সে প্রথমে শরীফপুর ইউনিয়ন এলাকা দিয়ে মাইজদী-সোনাপুর-কবিরহাট রোড হয়ে সিএনজি যোগে ফেনী পৌঁছায়। ফেনী থেকে বাস যোগে সরাসরি ঢাকা কাকরাইল জামে মসজিদে গিয়ে তাবলীগ জামায়াতের সাথে যোগদান করে আত্মগোপন করে। পরবর্তীতে ঢাকায় তিন দিন তাবলীগ জামায়াত সম্পন্ন করে নরসিংদী জেলার মনোহরদী থানাধীন মৌলভীবাজার এলাকার নলুয়া জামে মসজিদে গিয়ে তাবলীগে জামায়াতে যোগদান করে।সে খান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আর জানান গ্রেপ্তারকৃত আসামি খালেতদ সাইফুল্যাহর বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দুুপুরে তাকে নোয়াখালীতে আদালতে প্রেরণ করা হয়।