দক্ষিণ আফ্রিকার মাটিতে পাকিস্তানের ইতিহাস
ঢাকার সময় ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৩
দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস লিখল পাকিস্তান। জোহানেসবার্গে প্রোটিয়াদের ৩৬ রানে হারিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে ওয়ানডেতে এশিয়ার দেশটির কাছে সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের নায়ক সাইম আইয়ুব দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে জয়ের পথে নিয়ে যান।
দক্ষিণ আফ্রিকার জন্য এই হারটা কেবল পাকিস্তানের বিপক্ষেই নয়, ঘরের মাঠে যেকোনো দলের বিপক্ষেই প্রথম ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার রেকর্ড। বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা এই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে তুলে ৯ উইকেটে ৩০৮ রান। জবাবে হেইনরিখ ক্লাসেনের দুর্দান্ত ব্যাটিং সত্তে¡ও ৪২ ওভারে ২৭২ রানেই থেমে যায় স্বাগতিকরা।
এর আগে বিশ্বের কোনও দল দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করতে পারেনি। অর্থাৎ, দক্ষিণ আফ্রিকা এর আগে কখনও নিজেদের ডেরায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজের সব ম্যাচ হারেনি। সেদিক থেকে টেম্বা বাভুমারা লজ্জার নতুন অধ্যায় রচনা করলেন বলা যায়।
পার্ল ও কেপ টাউনের প্রথম ২টি ম্যাচ জিতে পাকিস্তান আগেই ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে। এবার জোহানেসবার্গে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৩৬ রানে হারিয়ে দেয় পাকিস্তান।