ফের যোবায়ের পন্থীদের প্রতি সাদ পন্থীদের খোলা চিঠি
নিজস্ব নিজস্ব প্রতিবেদক
ফের যোবায়ের পন্থীদের প্রতি সাদ পন্থীদের খোলা চিঠি
তাবলীগ জামাতের দু’পক্ষের চলমান দ্বন্দ্বের মধ্যে দ্বিতীয় দফায় মাওলানা যোবায়ের পন্থীদের খোলা চিঠি দিয়েছে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা৷
চিঠিতে টঙ্গীতে যোবায়ের পন্থীদের চলমান পুরানা সাথীদের পাঁচদিনের জোড় যাতে সফল এবং কবুল হয় সে সম্পর্কে দোয়া করেছেন৷ একইসাথে আগামী ২০ থেকে ২৪ ডিসেম্বর মাওলানা সাদ অনুসারীদের পাঁচদিনের জোড় সম্পর্কে দোয়া এবং নির্ধারিত তারিখের আগেই টঙ্গী ময়দান খালি করার অনুরোধ জানিয়েছেন৷
শুক্রবার মাওলানা জুবায়েরকে উদ্দেশ্যে দিল্লীর মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের পক্ষে এ খোলা চিঠি লেখেন তাবলীগ জামাত বাংলাদেশের আহলে শুরা সৈয়দ ওয়াসিফ ইসলাম৷
যোবায়ের পন্থীদের উদ্দেশ্যে করে লেখা ওই খোলা চিঠিতে তাবলীগ জামাত বাংলাদেশের আহলে শুরা সৈয়দ ওয়াসিফ ইসলাম (মাওলানা সাদ অনুসারী) লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম মাওলানা ক্বারী যোবায়ের সাহেব ও দাওয়াতে তাবলিগের সকল আহবাব। আশা করি আল্লাহপাকের ফজলে খায়ের ও আফিয়াতের সাথে থেকে দাওয়াতের উঁচু মেহনতে মশগুল ও মসরুফ আছেন। আল্লাহ জাল্লাশানুহু আপনাদের হায়াতে ও আ`মালে বরকত দান করুন। আমিন।
আমরা জেনে খুব খুশি হয়েছি যে, আপনারা টঙ্গীর ময়দানে পুরানা সাথীদের পাঁচ দিনের জোড় করছেন। দু`আ করি: আল্লাহপাক আপনাদের এই জমা হওয়াকে ভরপুর কবুল ফরমান এবং সারা দুনিয়ার জন্য হেদায়াতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহপাকের কাছে চাওয়া: এই জোড় থেকে বেশি থেকে বেশি দেশে- চার মাস ও উলামায়েকেরামের সাল; এবং বিদেশে মাস্তুরাতসহ দুই মাস ও পুরুষের পাঁচ মাস; উলামায়েকেরামের দ্বিতীয় সাল ও তৃতীয় সালের জন্য জামাত বের হবার মেহনত করার জন্য তিনি সবাইকে তৌফিক দান করুন। আমরা আরও দু`আ করছি: আল্লাহপাক বিশ্ব ইজতিমার কামিয়াবির জন্য প্রস্তুতিমূলক এই জোড়কে হার কিসিমের ফিতনা থেকে হেফাজত ফরমান।
চিঠিতে সৈয়দ ওয়াসিফুল ইসলাম আরও লিখেছেন, আমার প্রিয় আহবাববৃন্দ। যে মোবারক মেহনতে দয়া করে আল্লাহপাক আমাদেরকে লাগিয়েছেন: তা শত্রুকে আপন করার, দূরকে কাছে টানার এবং সবার জন্য উদারচিত্তে হিতকামনা ও হেদায়াত প্রার্থনার মেহনত। আমরা বিশ্বাস করি, এই মেহনতের কল্যাণে ইনশা-আল্লাহ পুরা জ্বীন ও ইনসানের হেদায়াত নিশ্চিত হবে এবং সারা দুনিয়ার মধ্যে মুবারক দ্বীন জিন্দা হবে। আর তা তখনই হবে, যখন সবাই সবাইকে মাফ করে দিয়ে ও সবাইকে সাথে নিয়ে চলতে পারবো এবং সারা দুনিয়ার দ্বীনহারা উম্মতের হেদায়াতের জন্য জান ও মালের বাজি লাগিয়ে দূর থেকে দূর লম্বা সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হবো।