রিজওয়ানের বিশ্বরেকর্ড, অস্ট্রেলিয়ার লজ্জা– ৩ ম্যাচে যত রেকর্ড
নিজস্ব প্রতিবেদন
সোমবার, ১১ নভেম্বর ২০২৪
যে কীর্তি গড়েছিলেন কেবল ওয়াকার ইউনুস, তাতে এবারে ভাগ বসালেন মোহাম্মদ রিজওয়ান। ২২ বছর পর অস্ট্রেলিয়াকে তাদেরই মাঠে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় করেছে পাকিস্তান। পার্থের অপ্টাস স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে তুলনামূলক খর্ব শক্তির এক দলই নামিয়েছিল অস্ট্রেলিয়া। পাকিস্তান এদিন আরও একবার দেখিয়েছে বোলিং সামর্থ্য।
ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার সিরিজের আগে বিশ্রামে ছিলেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড। সঙ্গে স্টিভ স্মিথকেও বিশ্রাম দেয়া হয়েছিল এই ম্যাচে। তাতে অস্ট্রেলিয়া করল ১৪০ রান। পাকিস্তান সিরিজ নির্ধারণী ম্যাচ জয় করে ৮ উইকেটে।
এই ম্যাচেও উইকেটের পেছনে সাবলীল ছিলেন মোহাম্মদ রিজওয়ান। নিয়েছেন ৩ ক্যাচ। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, জশ ইংলিশ এবং মার্কাস স্টয়নিসের ক্যাচ নিয়েছেন। পুরো সিরিজে নিয়েছেন ১০ ক্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যা সবচেয়ে বেশি ক্যাচের নজির। অবশ্য এই রেকর্ডে তার ভাগীদারও আছেন।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজেন ১০ ক্যাচ (উইকেটরক্ষক)
ব্রেন্ডন টেইলর; প্রতিপক্ষ বাংলাদেশ (২০১৩)
কুইন্টন ডি কক; প্রতিপক্ষ পাকিস্তান (২০১৩)
মুশফিকুর রহিম; প্রতিপক্ষ শ্রীলঙ্কা (২০২৪)
মোহাম্মদ রিজওয়ান; প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (২০২৪)
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬ ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ডও গড়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। শেষে এক ক্যাচ না ছাড়লে ওয়ানডেতে এক ইনিংসে উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ক্যাচের একক মালিক হতে পারতেন তিনি। যদিও আপাতত তাকে প্রথম স্থানটা ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।