জান্নাতে স্ত্রী-সন্তান ও পিতা-মাতাকে পেতে চান?
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১৮:১৫
ছবি: সংগৃহীত
আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতিদের পরিবার-সন্তানকে একত্র করবেন। জান্নাতি ব্যক্তির সন্তান-সন্ততি যদি ঈমান ও আমলে সালেহের অধিকারী হয়, আল্লাহ তাআলা পিতা-মাতাকে খুশি করার জন্য সন্তানদেরকেও তাদের সঙ্গে যুক্ত করে দেবেন, সন্তানদেরকে সেই স্তরে পৌঁছে দেবেন।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন- وَ الَّذِیْنَ اٰمَنُوْا وَ اتَّبَعَتْهُمْ ذُرِّیَّتُهُمْ بِاِیْمَانٍ اَلْحَقْنَا بِهِمْ ذُرِّیَّتَهُمْ وَ مَاۤ اَلَتْنٰهُمْ مِّنْ عَمَلِهِمْ مِّنْ شَیْءٍ ‘যারা ঈমান এনেছে এবং সন্তান-সন্ততিগণ ঈমানের ক্ষেত্রে তাদের অনুসরণ করেছে, আমি তাদের সন্তান-সন্ততিকে তাদের সঙ্গে মিলিত করব এবং তাদের কর্ম হতে কিছুমাত্র হ্রাস করব না।’ (সুরা তুর: ২১)
যদি আমলের মাধ্যমে তারা পিতা-মাতার মতো জান্নাতের উচ্চ স্তর লাভ করতে নাও পারে, তবুও চক্ষু শীতলের জন্য তাদেরকে পিতা-মাতার পাশে রাখা হবে। এক্ষেত্রে পিতা-মাতা বা পূর্বসূরীর স্তর বিন্দুমাত্র কমানো হবে না। বরং তাঁদের মর্যাদা ও স্তর যথাস্থানেই থাকবে। (দ্র. তাফসিরে ইবনে কাসির: ৭/৪৩২; মাজমাউজ জাওয়ায়েদ: ১১৩৭০; কাশফুল আসতার: ২২৬০)
পরিবার-সন্তান-সন্ততি নিয়ে একসঙ্গে জান্নাতে থাকার জন্য কিছু করণীয় রয়েছে।