আপনার ঘরে জ্বিনের প্রভাব ?
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১৭:
ছবি: সংগৃহীত
পৃথিবীতে আল্লাহ তা‘আলা জ্বিন ও মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করছে। তবে মানুষ জ্বিন জাতীর দ্বারা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। জ্বিনও মানুষের ক্ষতি করতে পারে। খারাপ জ্বিনের ক্ষতি থেকে বাঁচতে দোয়ার শিক্ষা রয়েছে হাদিসে।
ঘরে জ্বিনের প্রভাব থাকলে ঘরে প্রবেশের সময় এই দোয়াটি পড়তে পারেন। এটি সবসময় পড়া যায়। দোয়াটি হলো- أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ غَضَبِهِ وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ
উচ্চারণ: ‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি ওয়া আইয়াহদুরুন।’
অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীগুলোর ওসিলায় তাঁর ক্রোধ ও শাস্তি থেকে, তাঁর বান্দাদের অনষ্টি থেকে, শয়তানের প্ররোচনা থেকে এবং তাদের আমার নিকট উপস্থিত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ আবদুল্লাহ ইবনে আমর (রা.) সাবালক ছেলেদের দোয়াটি শেখাতেন এবং দোয়াটি লিখে শিশুদের গলায় ঝুলিয়ে দিতেন। যেন তারা দুষ্টু জ্বিনসহ অন্যান্য ক্ষতিকর বিষয় থেকে রক্ষা পায়। (সুনানে আবু দাউদ: ৩৮৯৩)
আরেকটি দোয়া— اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ، وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরা মাওলাজি, ওয়া খাইরাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা, বিসমিল্লাহি খারাজনা, ওয়া আলাল্লাহি রব্বিনা তাওক্কালনা।’
অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার নিকট আগমন ও প্রস্থানের কল্যাণ চাই। আপনার নামে আমি প্রবেশ করি ও বের হই এবং আমাদের রব আল্লাহর উপর ভরসা করি।’ আবু মালিক আল-আশআরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (স.) বলেছেন, ‘যখন কেউ নিজ ঘরে প্রবেশ করবে তখন সে যেন এই দোয়া বলে। অতঃপর সে যেন তার পরিবারের লোকদের সালাম দেয়। (আবু দাউদ: ৫০৯৬)
ঘরকে শয়তানমুক্ত রাখতে আরেকটি উপায় হলো- ঘরে সুরা বাকারা তেলাওয়াত করা। সুরা বাকারাকে বলা হয় শয়তানের অনিষ্ঠ থেকে রক্ষার হাতিয়ার। নবীজি (স.) বলেন, ‘তোমাদের ঘরসমূহকে কবর সদৃশ করে রেখো না (অর্থাৎ নফল সালাতসমূহ বাড়িতে আদায় করবে)। কারণ, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়।’ (সহিহ মুসলিম:১৭০৯