ট্রাইব্যুনালে ‘গণহত্যা’ মামলায় জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন
আদালত প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪,
ট্রাইব্যুনালে ‘গণহত্যা’ মামলায় জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন
জুলাই-আগস্ট মাসে ‘গণহত্যার’ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির হয়ে সাবেক আইজিপির দেওয়া এই জবানবন্দি জুলাই-আগস্ট ‘গণহত্যা’ মামলায় প্রথমবারের মতো এটিই কোনো সরকারি কর্মকর্তার জবানবন্দি।
এর আগে সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ১৭ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তবে তার আগেই গত ৩ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উত্তরা থেকে গ্রেপ্তার হন।
এরপর কয়েকটি থানার ১৭ মামলায় তাকে কয়েক দফায় ৬৬ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এদিকে গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে সারা দেশে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে এসব অভিযোগ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মী, সাহিত্যিক ও গণমাধ্যমকর্মীদের অনেককে সেসব মামলার আসামি করা হয়েছে।