ঢাকাWednesday , 6 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি ও বানির্জ্য
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. গ্রাম বাংলা
  9. চাকরী
  10. জাতীয়
  11. দূর্ঘটনা
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. ফটো গ্যালারী

শরীয়তপুরে ব্যবসায়ীকে হাত-পা কে টে ফেলার হু ম কি

Link Copied!

শরীয়তপুরে ব্যবসায়ীকে হাত-পা কেটে ফেলার
হুমকির অভিযোগ।

শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার মোড় সংলগ্ন মেইন সড়কের পাশে সম্প্রতি মাহবুব (৫২) নামে ব্যবসায়ীর সিএনজি শো-রুম, পাটর্স ও লেড ব্যবসা প্রতিষ্ঠান ভাঙুর করে ব্যবসায়িক প্রতিপক্ষরা। এঘটনায় মামলা করলে মামলা উঠিয়ে না নিলে ওই ব্যবসায়ীর হাত পা কেটে নেওয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ইসমাইল মোল্যা ও তাঁর ছেলে ইরাদ মোল্যার বিরুদ্ধে। এঘটনায় ব্যবসায়ী মাহবুব পালং মডেল থানায় এক সাধারণ ডায়েরী করেছেন। বুধবার (৬ নভেম্বর) দুপুরে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন সাধারণ ডায়েরী করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যবসায়ী মাহবুব জানান, দীর্ঘদিন যাবৎ ব্যবসায়ী মাহবুবের সঙ্গে একই এলাকার ইসমাইল মোল্যা ও তার ছেলেদের ব্যবসায়িক বিরোধ চলে আসছিলো। তারই জেরে সম্প্রতি ইসমাইল মোল্যার ছেলে ইরাত মোল্যার নেতৃত্বে মাহবুবের ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় মাহবুব আদালতে মামলা করে এবং মাহবুবের মা সামসুন্নাহার বেগম বিভিন্ন দপ্তরে অভিযোগ করে। এতে ক্ষিপ্ত হয়ে মামলা উঠিয়ে নিতে ফের গত সোমবার মাহবুবের ব্যবসা প্রতিষ্ঠানে এসে তাঁর অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং চড় থাপ্পর মেরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মাহবুবের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হাত-পা কেটে ফেলার হুমকি দিয়ে চলে যায় ইসমাইল মোল্যা ও তার লোকজন। এঘটনায় মঙ্গলবার রাতে মাহবুব পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

এ ব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ী মাহবুব বলেন, আমি নিরিহ ব্যবসায়ী। আমার প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা করায় আমাকে এসে হাত পা কেটে ফেলার হুমকি দিয়েছে ইসমাইল মোল্যা ও তার ছেলেরা। আমি ও আমার পরিবারের সদস্যরা ভয় আর আশঙ্কা নিয়ে দিন পার করছি। এদের হাত থেকে বাঁচতে চাই।

অন্যদিকে অভিযুক্ত ইসমাইল মোল্যা বলেন, জমিজমা পার্শ্ববর্তী এক বৃদ্ধা নারীর সঙ্গে মাহবুবের সঙ্গে বিরোধ চলছে। তাই আমি বিরোধ মিটানোর জন্য গিয়েছিলাম। সেখানে মাহবুব কে বলেছি, এখনতো আর সেই আগের আওয়ামী লীগের আমল নাই, যেমন খুশি করবি; তাহলে লোকজন তোর হাত পা কেটে ফেলবে।

এ ব্যাপারে পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরী হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।