নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে আবুল হোসেন মিজি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খাঁন কামাল ও শামীম ওসমানসহ ৮০ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় হত্যা মামলা করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) নিহত আবুল হোসেন মিজির মা মামলাটি দায়ের করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আনিসুল হক, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, এ কে এম শামীম ওসমান, আজমেরী ওসমান, অয়ন ওসমান, আবু হাসনাত শহীদ বাদল, শাহ নিজাম, জানে আলম বিপ্লব, হুমায়ুন কবির মৃধা, সামসুজ্জামান, আইয়ুব আলী মেম্বার, নাজমুল আলম সজল, সাফায়েত আলম সানি, ছানাউল্লাহ, নাছির উদ্দিন ওরফে টুন্ডা নাছির, এহসানুল হক নিপু, হাবিবুর রহমান রিয়াদ, তানভীর আহম্মেদ টিটু, কামরুল হাসান মুন্না, বান্টি, আশরাফুল ইসলাম রাফেল, শাহ জালাল, মতিউর রহমান মতি, রুহুল আমিন, ফজর আলী, খান মাসুদ, মো: পাবেল, বিটু, দেলোয়ার প্রধান, আব্দুস সালাম, কোরবান, আলী রেজা উজ্জল, সাইফুল্লাহ বাদল, শওকত আলী, জাহাঙ্গীর আলম, মো: শাহিন রাজু, আব্দুল জলিল, আলিম শেখ, আজমত আলী, মো: রিফাত, মীর সোহেল, শ্যামল, শুভ, হিমেল, এহসান উদিন আহম্মোদ, ফয়সাল, নির্ঝর দাস, টিপু সুলতান, রামু সাহা, মো: ছানি, ওসমান গনি, মো: বিল্লাল হাসেন, মামুনুর রশিদ, মমিনুল, গোলাম সারোয়ার সবুজ, লাভলু, দুলাল প্রধান, সৌরভ, সুমন, জনি, সানি, মো: শামীম, সোহেল, হৃদয়, বাবুল প্রধান, খবির প্রধান, মনোয়ার হোসেন, ড্রেজার রাজু, মিয়া বাবু, সানাউল্লা, মো: লিটন, আনোয়ার হোসেন আনু, নয়ন ও শাহাদাৎসহ ৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।