কেরাণীগঞ্জে আট পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার
রিপোর্টার মোঃ তরুণ হাসান
অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে চক্রের মূলহোতা ইকবালসহ মোট ৮ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, সন্তোষ সরকার (৪৮), মো. সাগর (৪২), মো. শশী আহম্মেদ (৩৫), মো. ওকালত হোসেন (৪৬), মো. ইকবাল হোসেন (৩৬), মো. আতাউর রহমান (৩০) এবং মো. ফারদিন হোসেন (২৩)।
বৃহস্পতিবার রাতে কেরাণীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব-১০ একটি দল।
শুক্রবার র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ ৭ হাজার ৯২৫ টাকা, ২টি প্লাস্টিকের পাইপ ও ৬টি লাঠি উদ্ধার করা হয়।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত বেশ কিছুদিন যাবৎ রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ, কোতয়ালী, ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।