ঢাকাMonday , 20 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি ও বানির্জ্য
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. গ্রাম বাংলা
  9. চাকরী
  10. জাতীয়
  11. দূর্ঘটনা
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. ফটো গ্যালারী

কেরানীগঞ্জে জুস কারখানায় অভিযান, ১০ লাখ টাকা জরিমানা

dainikdinerpordin
May 20, 2024 11:01 am
Link Copied!

কেরানীগঞ্জে জেনেরিক এ্যাগ্রো নামের একটি অবৈধ জুস তৈরির কারখানায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান

পরিচালনা করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে কারখানা ও কারখানা কম্পাউন্ডে মালিকপক্ষের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার (১৯ মে) কেরানীগঞ্জ থানার কালিন্দী ইউনিয়নের খাগাইল জিয়ানগর মোড়ে এ অভিযান চালানো হয়।

এ সময় কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন দেশি-বিদেশি মোড়কে ম্যাংগো ড্রিংকস, লিচি ড্রিংকস, ফুড কালার, মসলাসহ প্রায় ২৫ ধরনের অবৈধ আইটেমসহ প্রায় অর্ধশত আইটেমের মোড়ক ও কাঁচামাল পাওয়া গেছে।

অভিযানে অবৈধভাবে এসব পণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে কারখানার মালিকপক্ষের শেখ মোহাম্মদ সানাউল্লাহসহ তিনজনের উপস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ধারা অনুযায়ী অভিযোগ গঠন করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানা ও কারখানা কম্পাউন্ডে মালিকপক্ষের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

আগামী পাঁচদিনের মধ্যে জরিমানা পরিশোধ করার নির্দেশনা দেওয়া হয়। যথাসময়ে জরিমানা পরিশোধ করা না হলে পরবর্তীতে অধিকতর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।