কদমতলীতে বৈদ্যুতিক ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে মানববন্ধন
এম এ জব্বার:
ব্যবসায়ী মোঃ সালাহ্উদ্দিন কামালকে জীবন নাশের হুুমকি, ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত ও লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে – বৃহস্পতিবার ৭ ডিসেম্বর দুপুর ১২টার সময় – কুদরত আলী বাজার দক্ষিণ দনিয়া, কদমতলীতে বৈদ্যুতিক ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে এক মানববন্ধনের আয়োজন করে থাকে।
মানববন্ধনে হেনস্তার শিকার (ব্যবসায়ী) মোঃ সালাহ্উদ্দিন কামাল বলেন, তিনি বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের ২০২৪-২০২৫ইং মেয়াদের পরিচালনা পরিষদের দ্বি – বার্ষিকি নির্বাচনে সম্মিলিত ঐক্য জোটের মনোনীত প্রার্থী।
তিনি গত ২ ডিসেম্বর যাত্রাবাড়ী থানাধীন শেখদীতে তার নির্বাচনী প্রচারনার সময় বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিমা) এর ২০২৪-২০২৫ইং মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনের গণতান্ত্রিক পরিষদের মনোনীত জেনারেল গ্রুপের পরিচালক পদপ্রার্থী, মোহাম্মদ আফতাব জাবেদ – তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করেন, কোন কারন দশানো ছাড়াই এবং তার দারি-টুপি ছিড়ে ফেলবে ও প্রাঁন নাশের হুুমকি প্রদান করেন বলে তিনি জানান।
হেনস্তাকারী ব্যক্তি মোহাম্মদ আফতাব জাবেদ, ব্যবসায়ী মোঃ সালাহ্উদ্দিন কামাল কে এরকম হেনস্তা করার ঘটনায় বৈদ্যুতিক ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে বিচার চেয়ে মানববন্ধনের আয়োজন করে থাকেন।
উক্ত মানববন্ধনে নবাবপুরের বিশিষ্ঠ্য ব্যবসায়ীগণরা উপস্থিত থেকে তিব্র নিন্দা ও বিচারের প্রতিবাদ জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন – বিশিষ্ঠ্য ব্যবসায়ী, মতিউর রহমান দুলাল, মোঃ রফিক, মোঃ নিপু হোসেন, মোঃ নাছির উদ্দিন, সৈয়দ মাছুদুর রহমান, মোঃ নজরুল ও বিভিন্ন ব্যবসায়ীগণরাও উপস্থিত ছিলেন।