ঢাকাSunday , 29 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি ও বানির্জ্য
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. গ্রাম বাংলা
  9. চাকরী
  10. জাতীয়
  11. দূর্ঘটনা
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. ফটো গ্যালারী

ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

dainikdinerpordin
October 29, 2023 12:35 am
Link Copied!

ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

 

নিজস্ব প্রতিবেদক: হরতালের কারণে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে পরিচালিত রোববারের সব ধরনের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই কমিটি রাষ্ট্রীয় মালিকানার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার সাচিবিক দায়িত্ব পালন করে।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক শেয়ার বিজকে এ তথ্য জানান। তিনি বলেন, অনিবার্য কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটির রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা শেয়ার বিজকে বলেন, হরতালের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। যাতে পরীক্ষা দিতে এসে কারো ক্ষয়-ক্ষতি না হয়। এ জন্য আগামীকাল পরীক্ষা স্থগিত করা হয়।

এদিন রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রোববার সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি। এরপর সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

উল্লেখ্য, আট ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠান ২০২০ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ এর ১ হাজার ৬৯টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উর্ত্তীণদের মৌখিক পরীক্ষা নেয়া শুরু হয়েছে। তাদের মধ্যে থেকে যাদের আগামীকাল মৌখিক পরীক্ষা ছিল, তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।