উল্লাপাড়ায় প্রায় শতাধিক মন্ডপে উৎযাপিত হবে শারদীয় দূর্গোৎসব
October 8, 2023 6:23 pm
চলতি মাসেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। আর ক’দিন পরেই দেবী দূর্গা আসছে মর্তলোকে। তার আগমনকে সামনেই রেখেই ব্যস্ত সময় পার করছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘোষগাঁতী পাল পাড়ার প্রতিমা তৈরির কারিগররা। দিনরাত পরিশ্রম করে নিপুন হাতে তৈরি করছে প্রতিমা।
প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধি পেলেও আশানুরুপ মূল্য পাচ্ছে না বলে অভিযোগ প্রতিমা তৈরি কারিগরদের।
প্রতিমা তৈরির কারিগরদের সাথে কথা হলে তারা জানান, শারদীয় দূর্গোৎসবকে কেন্দ্র করে রাতদিন কাদা মাটি দিয়ে একটু একটু করে নিপুন হাতে গড়ে তুলছেন দেবী দূর্গার প্রতিমা। দিন যতই ঘনিয়ে আসছে, ততই তাদের কর্মব্যস্ততা বেড়ে যাচ্ছে। দেবী দূর্গার সাথে সাথে তারা তৈরি করছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতীর মূর্তি।
আরও পড়ুন— মানুষের জন্য কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
কাজের চাপ বেশি থাকায় পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করেছে। চলছে খর আর কাদা মাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ। এরপর প্রতিমাতে দেওয়া হবে রংতুলির আচড়।
প্রতিমা তৈরির বাঁশ, খর, মাটিসহ অন্যান্য উপকরণের দাম এবার বেশি হলেও বাড়েনি প্রতিমার মুল্য।
তারা জানান, আর্থিক ভাবে লাভবান না হলেও পৈত্রিক পেশা ধরে রাখতে এ কাজ করে যাচ্ছেন প্রতিমা তৈরি কারিগররা। এ বছর উল্লাপাড়া উপজেলায় ১৪টি ইউনিয়ন ও
১টি পৌরসভা মিলে মোট ৯৯ টি পুজা মন্ডবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে উল্লাপাড়া পৌরসভায় ৩০ টি মন্ডপে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হবে বলে উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক রতন কুমার সরকার জানান।