ভোলার লালমোহনে ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত ৪৪ জনের মধ্যে চেক বিতরণ।
ভোলা, ২১ অক্টোবর : জেলার লালমোহন উপজেলায় ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৪৪ জন রোগীর মধ্যে ২২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এসব চেক তুলে দেন।
এসময় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপে বাংলাদেশ এখন উন্নয়ন-অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশের এই উন্নয়ন এখন বিশ^াবসীর কাছেও স্বীকৃত। জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তাসহ নানান মানবিক কর্মকান্ডের মাধ্যমে শেখ হাসিনা অনন্য মর্যাদায় আসীন হয়েছেন। তাই সরকারের এসব চলমান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়ুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি, স্ট্রোকে প্যরালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৪৪ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
সুত্র: বাসস