ঢাকাSunday , 4 October 2020
  1. অপরাধ
  2. অর্থনীতি ও বানির্জ্য
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. গ্রাম বাংলা
  9. চাকরী
  10. জাতীয়
  11. দূর্ঘটনা
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. ফটো গ্যালারী

করোনার টিকার জন্য রাশিয়াকে ধন্যবাদ মাদুরোর

dainikdinerpordin
October 4, 2020 6:46 am
Link Copied!

 রাশিয়া ভেনিজুয়েলায় স্পুটনিক ভি নামে প্রথম ব্যাচের করোনাভাইরাস ভ্যাকসিন সরবরাহ করেছে।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রুশ নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন। রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

মাদুরো শুক্রবার টুইটারে লিখেছেন, স্পুটনিক ভি ইতিমধ্যে এখানে! আমরা পশ্চিম গোলার্ধে কোভিড ১৯-এর এ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপ শুরুর করা প্রথম দেশ।

‘ভেনিজুয়েলার জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রুশ জনগণের সংহতির জন্য আমি ধন্যবাদ জানাই।’

শুক্রবার সকালে করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ব্যাচ স্পুটনিক ভি ভেনেজুয়েলায় পৌঁছায়। কর্তৃপক্ষ জানায়, ভেনিজুয়েলার প্রায় দুই হাজার নাগরিক ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষায় অংশ নেবে। তবে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ তার নিজ ভূখণ্ডে এই ভ্যাকসিন উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন।

রাশিয়া করোনাভাইরাস ভ্যাকসিন উৎপাদনকারী প্রথম দেশ। ১১ আগস্ট নিবন্ধিত ভ্যাকসিনটির নাম স্পুটনিক ভি।

রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো বলেন, এনপিএফ গামালিয়া ফেডারেল রিসার্চ সেন্টার এপিডেমিওলজি ও মাইক্রোবায়োলজি নির্মিত ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে কার্যকারিতা ও নিরাপত্তা যাচাই করেছে। ১৫ আগস্ট রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় ভ্যাকসিন উৎপাদন শুরুর ঘোষণা দেয়।

রুশ প্রত্যক্ষ বিনিয়োগ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিভ বলেন, রাশিয়া আগস্টে ২০টি রাজ্য থেকে স্পুটনিক ভি ভ্যাকসিনের এক বিলিয়ন ডোজ উৎপাদন ও সরবরাহের অনুরোধ পেয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।