মেয়াদ শেষ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদ ছেড়েছেন শশাঙ্ক মনোহর। আগামী সপ্তাহে ভারতীয় এই বর্ষীয়ান আইনজীবীর উত্তরসূরীর নাম জানা যাবে। তবে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে সংস্থাটির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা আপাতত দায়িত্ব সামলাবেন।
গতকাল ১ জুলাই, বুধবার এক বিবৃতিতে এ সংবাদটি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২০১৬ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংস্থাটির প্রথম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন শশাঙ্ক মনোহর। পদের মেয়ার দুই বছর হলেও প্রথম দফায় ১০ মাস পরই দায়িত্ব ছেড়ে দেন তিনি। তবে বোর্ড সদস্যদের অনুরোধে ফের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এরপর ২০১৮ সালে ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই পদে নির্বাচিত হন শশাঙ্ক মনোহর। তবে দ্বিতীয় দফার মেয়াদ শেষে আর দায়িত্ব নিতে চান না বলে আগেই জানিয়ে দিয়েছেন তিনি।
এরপর থেকেই তার উত্তরসূরী কে হবেন তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড-ইসিবি চেয়ারম্যান কলিন গ্রেভসের নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।