ব্যাংক এশিয়ার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত
মাহমুদ তুহিন : ব্যাংক এশিয়া রাজধানীর জুরাইন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। এখানে কয়েকটি বড় আকারের ফলের গাছ রোপন করা হয়।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মির্জা আজাহার আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন শিক্ষাবিদ ডক্টর আঃ রহিম এবং স্থানীয় জুরাইন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক মাহাবুবুল আলাম। উপ- ব্যবস্থা পরিচালক মির্জা আজাহার বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যেন নিয়মিত অক্সিজেন গ্রহণ করেন ও শিক্ষা প্রতিষ্ঠানকে সবুজায়ন করার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি। আমরা ইতিমধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এরকম বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছি। আমাদের এই কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে। শিক্ষাবিদ ডক্টর মোঃ রহিম বলেন, আমাদের বৃক্ষ রোপন কর্মসূচি সারাবছর চলমান থাকবে কারণ এটা একটা পরিবেশ বান্ধব কর্মসূচি যার সুফল পাবেন দেশের মানুষ। জুরাইন শাখার ব্যবস্থাপক জনাব মাহাবুবুল আলম জানান, বর্তমানে সারা বিশ্বে যেভাবে উঞ্চতা বৃদ্ধি পাচ্ছে তাতে বৃক্ষই আমাদের শীতলতা আনার অন্যতম বন্ধু।
এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন শেখ কামাল স্কুলের প্রধান শিক্ষীকা ফিরোজা আলম , শেখ কামাল স্কুলের অন্যান্য শিক্ষক ,শিক্ষীকাসহ স্কুলের ছাত্র-ছাত্রীরা এবং ব্যাংক এশিয়ার কর্মকর্তারা।