বিচার প্রশাসনকে আরও শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে সারা দেশের নিম্ন আদালতের ২৫৩ জন বিচারককে একযোগে বদলি করেছে সরকার।
সোমবার, ২ জুন তারিখে আইন মন্ত্রণালয় পৃথক আদেশে এই বদলির প্রজ্ঞাপন জারি করে।
জানা গেছে, বদলি হওয়া বিচারকদের মধ্যে রয়েছেন:
৩০ জন জেলা ও দায়রা জজ
৩৮ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ
২৩ জন যুগ্ম জেলা ও দায়রা জজ
১৬২ জন সিনিয়র সহকারী জজ
এছাড়াও আরেকটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ১২ জন সিনিয়র সহকারী জজকে পদোন্নতি দিয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা সরেজমিন বার্তাকে জানান, “বিচার ব্যবস্থায় গতিশীলতা আনতেই এ ধরনের বড় পরিসরের বদলি ও পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বদলি ও পদোন্নতির বিস্তারিত তালিকা দেখতে আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।