অ্যাসোসিও অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের জিরোসিয়াম
আর আমরা মানতে পারি না ঢাকার সময় প্রতিবেদক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৭:১৭ প
অ্যাসোসিও অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের জিরোসিয়াম
অ্যাসোসিও অ্যাওয়ার্ড গ্রহণ করছেন জিরোসিয়ামের হেড অব প্রডাক্ট সামিহা রহমান
ইমার্জিং ডিজিটাল সল্যুশনস অ্যান্ড ইকোসিস্টেম ক্যাটাগরিতে অ্যাসোসিও অ্যাওয়ার্ড পেল বাংলাদেশি ডিজিটাল মার্কেটিং সল্যুশন প্রতিষ্ঠান জিরোসিয়াম। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাপানের টোকিওতে অনুষ্ঠিত অ্যাসোসিও ডিজিটাল সামিট থেকে পুরষ্কারটি গ্রহণ করেন জিরোসিয়ামের হেড অব প্রডাক্ট সামিহা রহমান।
তথ্যপ্রযুক্তি খাতে বিভিন্ন ধরণের অবদানের জন্য এশিয়া ও ওশেনিয়ার ১৮টি দেশ নিয়ে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয়ে গেল অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৪। ডিজিটাল এশিয়া- গ্লোবাল শেয়ারিং অব ডিজিটাল স্কিলস প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নেয়া জিরোসিয়ামকে ইমার্জিং ডিজিটাল সল্যুশনস অ্যান্ড ইকোসিস্টেম ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
বাংলাদেশে তৈরি সর্বাধুনিক প্রযুক্তির সফটওয়্যার জিরোসিয়াম বিভিন্ন ধরণের ব্যবসাকে অনলাইনে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রক্ষা, সেবা প্রদান এবং অভিযোগ সমাধানকে অত্যন্ত সহজ করে দেয়। সফটওয়্যারটির সহজ ব্যবহার ও গ্রাহকবান্ধব ধরণ এটিকে অনলাইনভিত্তিক ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় করে তুলছে।