জুরাইনে সড়ক দখলে বাস মালিকদের নৈরাজ্য, ভোগান্তিতে নগরবাসী
মাহমুদ তুহিন : রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা জুরাইনে সড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ বাসস্ট্যান্ড। রাইদা পরিবহনের একাধিক বাস দিনের পর দিন রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে রাখায় সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবীরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, পোস্তগোলা ব্রিজের ঢাল থেকে শুরু করে জুরাইন বাজার, জুরাইন রেলগেট মোড় এবং সালাউদ্দিন পেট্রোল পাম্প পর্যন্ত এলাকা জুড়ে রাইদা পরিবহনের বাসগুলো রাস্তার একাংশ দখল করে রেখেছে। সড়কের উপরেই বাসে যাত্রী ওঠা-নামার চিত্র যেন প্রতিদিনের নিয়মে পরিণত হয়েছে।
এই সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করে শহরের বেশ কিছু স্কুল-কলেজের শিক্ষার্থীরা। জুরাইনের আর কে কলেজের এক শিক্ষার্থী জানান, “মাদ্রাসা রোড থেকে পোস্তগোলা মোড় যেতে যেখানে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগার কথা, সেখানে বাসের কারণে ঘণ্টাখানেক লেগে যায়। এই যানজট আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।”
স্থানীয়রা অভিযোগ করছেন, প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এসব পরিবহন মালিকরা নির্ভয়ে এ ধরনের দখল ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছেন।
অনেকের প্রশ্ন, ট্রাফিক পুলিশের সামনেই এসব অনিয়ম চললেও কার্যকর পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না?
সমাজ বিশ্লেষকরা মনে করছেন, পরিবহন খাতে রাজনৈতিক প্রভাবের কারণে ট্রাফিক বিভাগ অনেক সময়ই নিরুপায় হয়ে পড়ে। ফলে সড়ক ব্যবহারকারীদের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
এ বিষয়ে ট্রাফিক ওয়ারী বিভাগের জুরাইন অঞ্চলের ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, “জনগণের নির্বিঘ্ন চলাচলের জন্য ইতোমধ্যে কিছু অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হবে।”
তবে এলাকাবাসী বলছেন, কথার চেয়ে কাজ বেশি দরকার। তাঁরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।