নারীকে লাথি মারা সেই জামায়াতকর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ জুন ২০২৫
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত জামায়াতকর্মী আকাশ: ছবি যায়যায়দিন
চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে এক নারীকে লাথি মেরে ভাইরাল হওয়া বহিষ্কৃত জামায়াতকর্মী আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ জুন) বিকেল পৌনে ৩টার দিকে নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আকাশ চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমেদ চৌধুরীর ছেলে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম। তিনি বলেন, ‘আকাশ চৌধুরীকে কোতোয়ালী থানা এলাকা থেকে বিকেল পৌনে ৩টার দিকে আটক করেছি। গত বুধবার গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’
Pause
Mute
Remaining Time -20:13
Unibots.com
এর আগে শুক্রবার (৩০ মে) চট্টগ্রাম মহানগর জামায়াত আকাশ চৌধুরীকে বহিষ্কার করে। মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সই করা এক বিবৃতিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গণমাধ্যমে জানানো হয়।
এরপর শনিবার (৩১ মে) নিজের ফেসবুক আইডি থেকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে প্রেস ক্লাব এলাকার ঘটনার ব্যাখ্যা দেন আকাশ চৌধুরী।
গত বুধবার (২৮ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ এবং রাজশাহীতে ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে গণতান্ত্রিক ছাত্রজোট একটি মানববন্ধন ডেকেছিল। মানববন্ধনে শাহবাগবিরোধী ঐক্য হামলা চালায়। এতে অন্তত ১৫ জন আহত হন। এদিন একজন নারীকে লাথি মারতে দেখা যায় আকাশ চৌধুরীকে। পরবর্তী সময়ে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।