ঢাকাWednesday , 7 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ও বানির্জ্য
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. গ্রাম বাংলা
  9. চাকরী
  10. জাতীয়
  11. দূর্ঘটনা
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. ফটো গ্যালারী
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে ছিনতাই হওয়া তেল উদ্ধার, গ্রেফতার ৩

dainikdinerpordin
May 7, 2025 9:53 pm
Link Copied!

রূপগঞ্জে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে ছিনতাই হওয়া তেল উদ্ধার, গ্রেফতার ৩
প্রতিনিধি
৭ মে ২০২৫

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের কাস্টমস্ কর্মকর্তা পরিচয়ে চালক ও হেলপারকে জিম্মি করে ছিনতাই করা ট্রাকসহ অধিকাংশ মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

৭ই মে মঙ্গলবার ভোরে রূপগঞ্জের বরাবো ও নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া এসব মালামাল উদ্ধার করা হয়। গত৫ মে সোমবার বিকালে ঢাকা- সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা উড়াল সেতুর উপরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে রূপগঞ্জের হাটিপাড়া এলাকার করম আলীর ছেলে মকবুল হোসেন(৪২), রূপসী স্লোইচ গেইট এলাকার আফসারউদ্দিনের ছেলে বাতেন দেওয়ান(৩০) ও বরিশালের হিজলা ধানাধীন ধুলখোলা এলাকার শহিদ জমাদ্দারের ছেলে আনোয়ার হোসেন(৫৯)।

রূপগঞ্জ থানার এসআই জাকির হোসেন জানান, গত ৫ মে বিকাল রূপগঞ্জের রূপসীস্থ শবনম অয়েল মিল কারখানা থেকে ৭৫ ড্রাম ভর্তি প্রায় ১৪ হাজার লিটার পাম অয়েল নিয়ে একটি ট্রাক হবিগঞ্জের চৌধুরী বাজারে মেসার্স রাধা বিনোদ মোদক নামক প্রতিষ্ঠানে যাওয়ার জন্য রওয়ানা হয়। ট্রাকটি ঢাকা- সিলেট মহাসড়কের ভুলতা উড়াল সেতুর উপরে পৌঁছেলে একটি সাদা প্রাইভেটকারে প্রতারকরা মালভর্তি ট্রাকের গতিরোধ করে। এসময় প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা নিজেদের কাস্টমস্ কর্মকর্তা পরিচয়ে ট্রাকে থাকা মালামালের কাগজপত্র দেখাতে বলে। একপর্যায়ে ট্রাক চালক আব্দুল মান্নান মিয়া ও হেলপার স্বপন মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা তেলবোঝাই ট্রাকটি ছিনতাই করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় গত ৬ মে সকালে ট্রাক চালক আব্দুল মান্নান মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ গত ৬ মে রাতে রূপগঞ্জের বরাবো ও নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ৭৫ ড্রাম তেলের মধ্যে ৬০ ড্রাম তেলসহ ট্রাকটি উদ্ধার করে। এসময় এ ঘটনায় জড়িত ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি লওয়াকত আলী বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।