ঢাকাThursday , 17 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ও বানির্জ্য
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. গ্রাম বাংলা
  9. চাকরী
  10. জাতীয়
  11. দূর্ঘটনা
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. ফটো গ্যালারী
আজকের সর্বশেষ সবখবর

পেশাদার ও চিহ্নিত ছিনতাইকারীরা জেল হাজতে নৈপত্বে এএসআই মাহাবুল আলম

dainikdinerpordin
April 17, 2025 12:26 pm
Link Copied!

মোঃ মনির হোসেন:

পুলিশ রাষ্ট্রের অপরিহার্য একটি অঙ্গ। জনগণের জান-মালের নিরাপত্তা বিধান তাদের দায়িত্বে। পুলিশ জন্মলঘ্ন থেকেই দুষ্টের দমন আর শিষ্টের পালনকে মূলনীতি হিসাবে অনুসরণ করে। তারই ধারাবাহিকতায় নিজের দায়িত্ব-কত্বব্য, কর্ম দক্ষতা সৎ সাহস, ত্যাগ, নিরলস প্রচেষ্টা ও জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন সময়ে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত প্রদান করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের যাত্রাবাড়ীর পুলিশ ফাঁড়ীর সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো: মাহাবুল আলম।

রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও জনপথ মোড় এলাকা অত্যান্ত অপরাধ প্রবন ও ঝুঁকিপূর্ণ। প্রায় সময় দেখা যায় পরিকল্পিত ভাবে সঙ্গবদ্ধ হয়ে ছিনতাই করে এবং এতে প্রাণহানীর মত ঘটনাও ঘটে। অত্র অঞ্চলে সাধারণ মানুষ গভীর রাতে রাস্তায় ভয়-ভীতির মাধ্যমে চলাচল করে। তারপর আবার সায়েদাবাদে অবস্থিত রয়েছে আন্তঃজেলা বাস টার্মিনাল। যেখানে দিন-রাত বিভিন্ন জেলা হতে হাজার হাজার মানুষের আনাগোনা। এদেরকেই মূলত টার্গেট করে ছিনতাইকারীরা। যার মধ্যে রয়েছে নগদ অর্থ, মোবাইল ফোন, ল্যাপটপ, স্বার্ণালঙ্কারসহ মূল্যবান বিভিন্ন জিনিসপত্র।

সেটাকেই মাথায় রেখে উক্ত যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মো: হাসান বশির এর নির্দেশনায় ছিনতাইকারীদের গতিবেগ, তথ্য প্রযুক্তির সহযোগীতা ও ছিনতাইকৃত স্পট সমূহে দিক লক্ষ্য রেখে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে কাজে লাগিয়ে বিগত ০৪ মাসে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ ও জনপথ মোড় এলাকা থেকে পেশাদার চিহ্নিত প্রায় ৩০ জনের অধিক ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ একক প্রচেষ্টায় সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো: মাহাবুল আলম গ্রেফতার করতে সক্ষম হয়। যাদের মধ্যে এখন সবাই প্রায় জেল হাজতে রয়েছে। যার সুফল রাজধানীয়সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রী ও সাধারণ মানুষ ভোগ করছে। অপর দিকে অপরাধ দমনে প্রবল সাহসিকতার পরিচয় দিয়ে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্বল করছে সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো: মাহাবুল আলমের মত দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অফিসার ও ফোর্স।

গ্রেফতারকৃত ১১ জন পেশাদার ছিনতাইকারীদের তথ্য বিবরণী:

১) রাসেল @ টেরে রাসেল (২২), পিতা- জাহাঙ্গীর আলম, মাতা- রহিমা বেগম, সাং- করাতিটোলা, দঃ সায়েদাবাদ, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ২) মোঃ সায়েদুল @ আকাশ (২২), পিতা- শাহ আলম, মাতা- মোছাঃ বেবী বেগম, সাং- করাতিটোলা, দঃ সায়েদাবাদ, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ৩)মোঃ রিফাত মিয়া (২২), পিতা- তোজাম্মেল হোসেন, সাং- টাঙ্গাইলের গলি, দক্ষিণ সায়েদাবাদ, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ৪) মোঃ আলামিন (২২), পিতা- কামাল হোসেন, সাং- করাতিটোলা, দঃ সায়েদাবাদ, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ৫) মোঃ নাঈম হোসেন (২৪), মিতা- মোঃ মোস্তফা, সাং- সায়েদাবাদ বরফ গলি, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ৬) মোঃ রাব্বি আহম্মেদ @ শান্ত @ কাটারী শান্ত (২২), পিতা- মৃত আবুল হোসেন, সাং-ধলপুর, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ৭) মোঃ অনিক হোসেন (২৪), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- ধলপুর, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ৮) রাজ@ মোঃ আরিফ (২৮), পিতা- সাহাবুদ্দিন, মাতা- মায়া বেগম, সাং- ধলপুর, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ৯) মোঃ ওসমান গনি @ খোড়া ওসমান (২২), পিতা- মৃত আবুল হোসেন, মাতা- রানী বেগম, সাং- গোলাপবাগ, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ১০) মোঃ অহিদ মিয়া (৩৮), পিতা- মোঃ বজলু ব্যাপারী, মাতা- পিয়ারা বেগম, সাং- সায়েদাবাদ, থানা- যাত্রাবাড়ী, ঢাকা, ১১) মোঃ মিলন হোসেন (২২), পিতা- আব্দুল মজিদ, মাতা- শাহিদা বেগম, সাং- সায়েদাবাদ জনপথ মাস্টার গলি, থানা-যাত্রাবাড়ী, ঢাকা।

প্রসঙ্গত সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো: মাহাবুল আলম বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১৯/০৫/২০০৭ইং তারিখে যোগদান করে এবং দেশের বিভিন্ন থানায় সুনাম ও নিষ্ঠার সহিত ডিউটি করেছেন। সর্বশেষ তিনি চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত ছিলেন এবং গত ২৯/১০/২০২৪ইং তারিখ নিয়মিত বদলি আদেশের মাধ্যমে ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী ধানাধীন যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ীতে যোগদান করেন। তার নিজ জেলা ঝিনাইদহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।