স্টাফ রিপোর্টার:
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে পৃথকভাবে ঝটিকা মিছিল ও কেক কাটা কর্মসূচি পালন করায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় বলে কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-তারেক শাহ, এনামুল হাসান, আবু সাইম চৌধুরী, নগরীর ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ গাজী, মহানগর ছাত্রলীগের সদস্য মহিউদ্দিন সিকদার, ১৩ নম্বর ওয়ার্ড সদস্য রাব্বি হাওলাদার শান্ত, ১৭ নম্বর ওয়ার্ডের সদস্য আতিকুল ইসলাম জিহাদ ও মশিউর রহমান।
জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে নগরীতে পৃথক স্থানে ঝটিকা মিছিল বের করে নেতাকর্মীরা। এ ছাড়াও কেক কাটা হয়। এ সকল কর্মসূচি পালনের ভিডিও ফেসবুকে প্রচার করে। এরপর থেকে যৌথবাহিনী নগরীতে অভিযান করে। এ সময় আটজনকে গ্রেফতার করেছে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেফতার করা আটজনকে পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।