শীতে ত্বকের উজ্বলতা ধরে রাখার ঘরোয়া পদ্ধতি
ঢাকার সময় ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫
ছবি: সংগৃহীত
চলে এসেছে শীতকাল। উত্তরের হিমেল হওয়া বইতে শুরু করেছে। যদিও হিমেল হাওয়া উৎসবের আমেজ নিয়ে আসে, কিন্তু এই সময় হিম বাতাসে টান ধরে ত্বকে। তৈলাক্ত ত্বকই এই সময় বেশ শুষ্ক হয়ে যায়, আর যদি এমনিতেই শুষ্ক ত্বক হয় তাহলে তো কথাই নেই। তাছাড়া, শীতকালে প্রায় সবার ত্বকই রুক্ষ-শুষ্ক হয়ে যায়। নিজেকে সুন্দর ও আকর্ষণীয় উপস্থাপনের জন্য সারা বছরই আমাদের ত্বকের যত্ন নিতে হয়। তবে শীতকালে সাধারণ যত্ন নিলে চলে না, নিতে হয় বাড়তি যত্ন। এমনিতে ঠান্ডা আবহাওয়া, তার ওপর বাতাসে আর্দ্রতা কম বলে শীতকালে আমাদের ত্বক নাজুক হয়ে পড়ে। ত্বক শুষ্ক হয়ে ফেটে যায়, হয়ে পড়ে রুক্ষ। চিন্তার কিছু নেই। ঘরোয়া কিছু পদ্ধিতিতে সহজেই এসব সমস্যা দূর করা যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।