সিরিয়ায় অবসান হলো আসাদ শাসনের: সেনা কর্মকর্তা
ঢাকার সময় ডেস্ক
(১ ঘন্টা আগে) ৮ ডিসেম্বর ২০২৪,
এবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পালানোর খবর নিশ্চিত করলো দেশটির সেনাবাহিনী। এর মধ্য দিয়ে আসাদের ২৪ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে। সামরিক এক উচ্চপদস্থ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন বিদ্রোহীদের রাজধানী দামেস্ক দখল গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। আসাদের কবল থেকে দামেস্ক মুক্ত করার ঘোষণা আগেই দিয়েছেন বিদ্রোহীরা। তবে আসাদ এখন ঠিক কোথায় আছেন তা স্পষ্ট নয়। রয়টার্স বলছে, এর আগে সব ধরনের ভিন্নমত দমনে যিনি ছিলেন বেশ প্রতাপশালী তিনি এখন কোনো এক আজানা গন্তব্যে পাড়ি দিয়েছেন তা জানা যায়নি। রোববার বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশের পর আসাদ তার ব্যক্তিগত বিমানে করে দেশ ত্যাগ করেছেন বলে জানা গেছে।
দামেস্কে উল্লাস
কোনো প্রকার বাধা ছাড়াই দামেস্কে প্রবেশ করেছেন বিদ্রোহীরা। তাদের প্রবেশের সময় সেখানে কোনো সেনা টহল ছিল না। বিদ্রোহীদের এমন অপ্রতিরোধ্য প্রবেশে উল্লাস প্রদর্শন করছেন সেখানের জনগণ। তারা উল্লাস প্রকাশের পাশাপাশি ‘স্বাধীনতা’ নিয়ে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।
সেদনায়া কারাগারের ফটক খুলে দেওয়ার দাবি
দামেস্কের যেসকল কারাগারে বিদ্রোহী সমর্থকদের আটক করে রাখা হয়েছে সেখান থেকে তাদের মুক্ত করে একসঙ্গে আসাদ যুগের অবসান উদযাপন করার কথা জানিয়েছেন তারা। বিদ্রোহীরা দাবি করেছেন, রাজধানী দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগারে প্রবেশ করেছেন এবং কারাগারের ফটক খুলে দিয়েছেন। সেদনায়া হল দামেস্কের উপকণ্ঠে একটি বড় সামরিক কারাগার যেখানে আসাদ সরকার হাজার হাজার বিদ্রোহী সমর্থকদের বন্দি করে রেখেছিল।
মন্তব্য করুন