যাত্রাবাড়ী থানা স্বোচ্ছাসেবক দলের সভাপতি ও ঢাকা মহানগর স্বোচ্ছাসেবক দলের সহ-সভাপতি জনাব, আলাউদ্দিন মানিক এর নেতৃত্বে গত ১৩ সেপ্টেম্বর ২০২৪ গোপালগঞ্জে সেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নির্মম ভাবে নিহত ও শতাধিক নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
জনাব, আলাউদ্দিন মানিক বলেন, গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম মোড়ে জেলা বিএনপি আয়োজিত পথসভা শেষে এস এম জিলানীর বাড়ি টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। পথে ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই থেকে তিনশ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুরের পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিতে হামলা করেন। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ৩৫ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় সেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন।
এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র, স্থিতিশীলতা ও জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অনতিবিলম্বে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। পাশাপাশি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
উক্ত বিক্ষোভ মিছিলটি সায়েদাবাদ বাস টার্মিনালের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদর্শন করে আরকে চৌধরী স্কুল এন্ড কলেজ সম্মুকে এসে সমাপ্ত হয়।