কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক নারী নিহত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নার্গিস আক্তার সীমা (৩৬) নামে এক নারী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নে ১নং ওয়ার্ড বেয়ারা ছুরি মুইখা এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসীর সূত্রে জানা যায় নিজ বাসা বাড়িতে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় । তার আত্মচিৎকার প্রতিবেশীরা দ্রুত এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামীর নাম মোঃ রিয়াজ।সে মাদক মামলায় কারাগারে আছেন। নিহত নার্গিস আক্তার এক ছেলে ও এক মেয়ে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বেয়ার গ্রামের সালে আহম্মেদের বাড়িতে ভাড়া থাকতেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।