ঢাকাWednesday , 29 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি ও বানির্জ্য
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. গ্রাম বাংলা
  9. চাকরী
  10. জাতীয়
  11. দূর্ঘটনা
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. ফটো গ্যালারী

রাজউকের নিয়ম নীতি না মেনে বহুতল ভবন নির্মাণ, দুর্ভোগে পাশের ভবনের বাসিন্দারা

dainikdinerpordin
May 29, 2024 7:01 pm
Link Copied!

রাজউকের নিয়ম নীতি না মেনে বহুতল ভবন নির্মাণ, দুর্ভোগে পাশের ভবনের বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নিয়ম নীতি না মেনে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। ভবনের চারিদিকে পর্যাপ্ত জায়গা না ছেড়ে বহুতল ভবন করায় আশেপাশের বাড়ি ঘরে পড়ছে ভবন নির্মাণের সিমেন্ট মিশ্রিত বালু, ইটের সুরকি ও পানি। শুধু তাই নয়, নেই কোন নিরাপত্তা বেষ্টনী। এ ব্যাপারে স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও থানায় প্রতিবেশী আলমগীর হোসেন অভিযোগ করেন। কিন্তু এতে কোন কর্ণপাত করছেন না ভবনটি নির্মাণকারী ডেভেলপার কোম্পানির কোন কর্মকর্তা। ভবনটি রাজধানীর যাত্রাবাড়ী থানার ৩৪৬ উত্তর দনিয়ার দনিয়া আদর্শ বালিকা বিদ্যালয় রোডে অবস্থিত। ভবনটি নির্মাণ করছেন কাজী ফিউচার বিল্ডার্স ডেভেলপমেন্ট। ভবনটি ১০ তলা। এখনো এটি নির্মাণাধীন। যেটি রাজউকের নীতিমালা বহির্ভূত। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনটির সামনে এবং দুই পাশে জায়গা ছাড়া হয়েছে খুবই সামান্য। ফলে পাশের ভবনে এই ভবন নির্মাণের যাবতীয় ময়লা, ইটের টুকরো, সিমেন্ট, বালু ও পানি অন্য ভবনে গিয়ে ক্ষতিগ্রস্ত করছে। এ ব্যাপারে পাশের ভবনের মালিক আলমগীর ও জাহাঙ্গীর হোসেন ডেভেলপার কোম্পানির কর্মকর্তাদের কাছে বারবার বললেও কোন কর্ণপাত করছেন না। এ ব্যাপারে প্রতিবেশী আলমগীর স্থানীয় সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ফারহানা ইয়াছমিন কুয়াশার নিকট ও যাত্রাবাড়ী থানায় অভিযোগ করেন। এ ব্যাপারে প্রতিবেশী আলমগীর হোসেন জানান, এই ভবনটি নির্মাণের ফলে আমার ভবনে ও বারান্দায় তাদের কাজে ব্যবহৃত বালু মিশ্রিত সিমেন্ট, ইটের সুরকি ও পানি এসে আমার ভবনের ক্ষতিগ্রস্ত করছে। কারণ এখানে নিরাপত্তার জন্য কোন তাবু বা ত্রিপল ব্যবহার করা হচ্ছে না। এ ব্যাপারে আমি ডেভেলপার কোম্পানির কর্মকর্তা জাকির হোসেনকে বারবার অবগত করেও কোন কাজ হচ্ছে না। রাজউকের নীতিমালা না মেনে, কোন জায়গা না ছেড়ে কিভাবে প্রকাশ্যে এরকম বহুতল ভবন নির্মাণ করছেন সেটা আমাদের বোধগম্য নয়। এ বিষয়ে জানতে ডেভেলপার কোম্পানির কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা আসনের (৬১,৬২ ও ৬৩ ওয়ার্ড) কাউন্সিলর ফারহানা ইয়াছমিন কুয়াশা জানান, আমি অভিযোগ পেয়ে ডেভেলপার কোম্পানির কর্মকর্তাদের নিয়ে এর মীমাংসা করার চেষ্টা করি। কিন্তু তারা সমাধান না করেই চলে যায়। উপরোক্ত সমস্যাটি নিরসনের জন্য রাজউকসহ সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা ভোক্তভোগী বাসিন্দারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।