ঢাকাThursday , 9 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি ও বানির্জ্য
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. গ্রাম বাংলা
  9. চাকরী
  10. জাতীয়
  11. দূর্ঘটনা
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. ফটো গ্যালারী

চতুর্থ বারের মত কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহীন আহমেদ

Link Copied!

চতুর্থ বারের মত কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহীন আহমেদ

    • মোঃ জাহাঙ্গীর আলম কেরানীগঞ্জ ঢাকা
  •  প্রকাশিত ০৯ মে ২০২৪
কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। এনিয়ে তিনি টানা চারবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।

গত বুধবার অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে শাহীন আহমেদ ১ লাখ ৬৬ হাজার ৮৩৬ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন বিপ্লব কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ২৯৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে সালাহ উদ্দীন লিটন ১৪৯২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীক প্রার্থী মনির হোসেন ৬৪৫১২, এ ছাড়া টিউবওয়েল প্রার্থী পেয়েছেন ৮৭২৭ ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান কলস প্রতীক প্রার্থী আসমা আক্তার (রেশমা জামান) নির্বাচিত হয়েছেন তিনি ১৬৯৫০৫ ভোট পেয়েছেন নিকটতম তার প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক প্রার্থী সাবেরা বেগম ৩৪৯৮৪ এবং সেলাই মেশিন প্রতীক এর প্রার্থী শান্তি আক্তার ১৬৯১৩ ভোট পেয়ে পরাজয় বরন করেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার ও সহকারী রিটার্নি কর্মকর্তা জানান,এই উপজেলায় ১২ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬১১৬১০ জন থাকলেও এবার ২২৭১২৯ ভোটার ভোট প্রয়োগ করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে শাহীন আহমেদ, ভাইস চেয়ারম্যান পদে সালাহউদ্দিন লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেশমা জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।