যারা আগুন লাগাচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসবো
যারা আগুন লাগাচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসবো
জনগণের জানমাল ও সরকারি সম্পত্তিতে কারা আগুন লাগাচ্ছে তা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ওডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, যারা আগুন লাগাচ্ছে তাদের অনেকের নাম আমরা পেয়ে গেছি। তারা যেখানেই থাকুক না কেন, তাদের আইনের আওতায় নিয়ে আসবো।
রবিবার (৫ নভেম্বর) ডিবি কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ডিবি প্রধান বলেন, একটি মানুষের শেষ সম্বল একটি বাস। যাত্রী পরিবহন করে তার সংসার চলে। তার একমাত্র অবলম্বন যদি রাত ৩টার সময় তারা আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে, তার জীবনটাই তো শেষ হয়ে যাবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি ২৮ তারিখ যারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে, আমাদের পুলিশ ভাইকে হত্যা করেছে, অন্যান্য পুলিশ সদস্যদের মেরেছে এবং ওই দিন বাসে যারা আগুন লাগিয়েছে—তারাই তো পরদিন হরতাল ডেকেছে। হরতালের মধ্যেও আগুন লাগানোর ঘটনা ঘটছে।
হারুন বলেন, অবরোধ ডাকার পরে কারা এসব আগুন লাগাচ্ছে আমরা জানি। তাদের নাম আমরা পেয়েছি, ছবি পেয়েছি। আমরা অবশ্যই তাদের সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো।
আরএস