ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বিরতির দাবিতে এবার লন্ডন জুড়ে বিক্ষোভ করেছে প্রায় এক লাখ মানুষ।
শনিবার মধ্য লন্ডনে ফিলিস্তিনির পক্ষে হাজার হাজার মানুষ বিক্ষোভে যোগ দেয়। বিক্ষোভ মিছিলটি রাজধানীর মধ্য দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের দিকে যায়। এসময় “ফ্রি প্যালেস্টাইন”, ব্যানার ধরে এবং ফিলিস্তিনি পতাকা নেড়ে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।