ঢাকা-৫ এমপি পদপ্রার্থী মুন্নার ৭০ নং ওয়ার্ডে উঠান বৈঠক ও গণসংযোগ।
এম এ জব্বারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিড়ে চলছে প্রার্থীদের উঠান বৈঠক ও গণসংযোগ। আসছে জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে ঢাকা-৫ সংসদীয় আসনে নৌকার প্রার্থী অনেক। তবে তৃণমূল আওয়ামী লীগের দাবি অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ এর নৌকার প্রার্থী হিসেবে যোগ্য দাবিদার বলে জানিয়েছেন হারুনর রশীদ মুন্না’কে।
অনেকেই জনপ্রিয়তার শীর্ষে আছেন বলে অভিমত প্রকাশ করেছেন মুন্না’কে নিয়ে।
২৩ ই অক্টোবর ২০২৩ ইং তারিখ সোমবার বিকেল ৩ ঘটিকারর সময় ঢাকা ৫ সংসদীয় নির্বাচনী এলাকার ৭০ নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উঠান বৈঠক ও গনসংযোগ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৫ সংসদীয় নির্বাচনী আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী, সমন্বয়ক ১৪ দল ঢাকা-৫ সংসদীয় নির্বাচনী এলাকা ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না।
উক্ত সময় উঠান বৈঠকটি ৭০ নং ওয়ার্ডের ঠুলটঠুলিয়া এলাকায় অনুষ্ঠিত হয়, এরপর হারুনর রশীদ মুন্না, সাধারণ জনগণের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং সাধারণ জনগণের কাছে নৌকায় ভোট চান।
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু।
সভাপতিত্ব করেন, ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি, আলহাজ্ব আমানুল্লাহ বেপারী।
পরিচালনা করেন ৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি পদপ্রার্থী হেদায়েতুল্লাহ বাবু, ৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পদ প্রার্থী মেহেদী হাসান হীরা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক ৩নং ওয়ার্ড সভাপতি, মাজহারুল আনোয়ার, ৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, জজ মিয়া, কাউসার আহমেদ রনি, ৭০ নং ওয়ার্ড দেইল্লা ইউনিট আওয়ামী লীগ সভাপতি, মোঃ আমিনুল ইসলাম, ৭০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পদপ্রার্থী, শামসুল আলম সুজন, আওয়ামী লীগ নেতা, আব্দুর রহিম।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, শরীফ ব্যাপারী, মোঃ রাজিব, মোঃ আরিফুল ইসলাম, জসিম মিয়া, মোঃ শহিদুল্লাহ, মোঃ রফিকুল ইসলাম কালু।
এছাড়াও উক্ত দিনে ৬৯ নং ওয়ার্ড এর একটি বিশাল মিছিল রায়হান হোসেন নেতৃত্বে এবং ৬৩ নং ওয়ার্ড ৩ নং ইউনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরমান হোসেন রাজুর নেতৃত্বে উক্ত উঠান বৈঠক ও গণসংযোগ কে সাফল্যমন্ডিত করে।
এ সময় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।