কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
শনিবার বিকালে কক্সবাজারস্থ র্যাব ১৫-এর একটি টিম অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদককারবারিকে আটক করে। আটক মাদককারবারির নাম আইয়ুম খান। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আবদুল হাইয়ের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৫-এর সহকারী পরিচালক মিডিয়া সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানান, আটক আসামি আইয়ুব খান জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। প্রতিবারের ন্যায় শনিবার ২০ হাজার পিস ইয়াবা বিক্রি করার উদ্দেশ্যে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।