তিন বছর মেয়াদী পুনরুদ্ধার পরিকল্পনার আলোকে বাজেট ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। নতুন বাজেটে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর পাশাপাশি, কৃষিখাতের উন্নয়নে কৃষি কমিশন গঠনের দাবিও জানিয়েছে দলটি।
দুপুরে এক ভিডিও বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব দাবি তুলে ধরেন। এসময় তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে জিডিপির অন্তত ছয় শতাংশ বরাদ্দ করে এ খাতের উন্নয়নে সুষ্পষ্ট রূপরেখা ঘোষণা করা উচিৎ। রাজস্ব বাড়াতে দেশে কর্মরত বিদেশিদের আয়করের আওতাভুক্ত করা, বহুজাতিক কোম্পানিগুলোর কর বাড়ানোর দাবি জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল আরও বলেন, একদিকে সরকারের প্রণোদনা, অন্যদিকে শ্রমিক ও কর্মী ছাঁটাই চলতে পারে না। আসছে বাজেটে কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দেয়ার দাবি জানান বিএনপি মহাসচিব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।